বাংলা গল্প আমাদের সবার ভাল লাগে। আর গল্প যদি হয় কোরআন ও হাদীস থেকে নেওয়া কাহিনী
মহাগ্রন্থ আল কোরআন মুসলিম-অমুসলিম নির্বিশেষে গোটা মানবজাতির জন্য হেদায়াতের উতস। তাই ইসলাম শিখতে আল কোরআন বাংলা উচ্চারন ও অনুবাদ সহ পড়ার কোন বিকল্প নেই। তাই আল কুরআন পড়তে হবে, বুঝতে হবে। কোরআন শিক্ষা এর জন্য শুধু পড়লেই হবে না,
কারন অর্থ ছাড়া কুরআন মাজীদ না বুঝে পড়ে হেদায়াত এর বাণী পাওয়া যাবে না, এটা তো আর মনীষীদের বাণী নয়! নয় বাংলা গল্প বা, ছোটদের গল্প, ছড়া কিংবা কবিতা, গান। তাই কোরআন তাফসির সহ পড়তে হবে।